“সাতক্ষীরার বিষ্ণুপুরে মাছের প্রজেক্টে কীটনাশক প্রয়োগের প্রতিবাদে মানববন্ধন”

প্রচ্ছদ সারাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় কালিগঞ্জ উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়নে  ৯নং ওয়ার্ডে নৌবাসপুর গ্রামে, প্রজেক্টর মালিক হারুন-অর-রশিদ এগ্রিকালচার মৎস্য প্রজেক্ট গত ১১ জুন শুক্রবার গভীর রাতে কীটনাশক প্রয়োগ করে, তার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় আজ বুধবার ১৬ জুন বিকাল ৫ ঘটিকার সময়, ঐ প্রজেক্টর মালিক হারুন-অর-রশিদ এ প্রসঙ্গে বলেন আমার মৎস্য প্রজেক্টে কীটনাশক প্রয়োগ করে ৪-৫ লক্ষাধিক টাকার ক্ষতি করে, এই মর্মে বর্তমান সময়ে মহামারী করোনার দ্বিতীয় ঢেউ চলমান অবস্থায় জন-জীবন অচল ও লকডাউন চলা অবস্থায় আমি একটি টাকার মাছ বিক্রি করতে পারি নাই, আমি এখন বর্তমান মেরুদণ্ডহীন, তিনি আরো বলেন আমার প্রজেক্টে কীটনাশক প্রয়োগ করা অবস্থায় স্থানীয় কয়েক জনকে দেখে ও হারুন অর রশিদ এর পুত্র রায়হান সিদ্দিক বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি এজাহার অভিযোগ করে, উক্ত এজাহার কফি অনুযায়ী জানা যায়, কয়েক জনকে আসামি করে ,১/ মোহাম্মদ আওয়াল মোড়ল (২১) পিং আব্দুর রশিদ মোড়ল, ২/মোঃ রুহুল কুদ্দুস (হাফেজ সাহেব) (৪০) পিং মোহাম্মদ রুহুল আমীন মোড়ল, ৩/মোঃ আব্দুল মজিদ গাজী (৫৫) পিং মৃত দুঃখে গাজী, ৪/মোহাম্মদ হোসেন গাজী (২৪) পিং মোঃ মোসলেম গাজী, ৫/মোঃ ইসমাইল গাজী (২৫) পিং মৃত জিয়াদ গাজী, সর্ব সাং নৌবাস পুর, থানা কালীগঞ্জ, জেলা সাতক্ষীরা সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে এজাহার অভিযোগ করেন, উক্ত মানববন্ধনে স্থানীয় সচেতন মহল বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ হাজির হন এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করেন যাতে যথাযথ বিচার সম্পন্ন করিতে মর্জি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *