নিখাদ ডেক্স : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে আজ। বাংলাদেশ সময় সাড়ে ৮টা থেকে ভোটগণনা শুরু হয়। আগামী চার বছরের জন্য রাজ্যের ক্ষমতায় কে আসছেন তা নিয়ে চলছে তুমুল আলোচনা।
আনন্দবাজার পত্রিকার সবশেষ তথ্য অনুযায়ী, ২৯২টি আসনের মধ্যে অন্তত ১৯০ টি আসনে এগিয়ে আছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।
ভারতের একাধিক গণমাধ্যম বলছে, ক্ষমতাসীন তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যাচ্ছে। বিজেপি এগিয়ে আছে ৯৫টি আসনে। আর কংগ্রেস-বাম দল ও আইএসএফের গড়া সংযুক্ত মোর্চা ৫টি আসনে এগিয়ে আছে।
এছাড়া এবারের বিধানসভা নির্বাচনের সবচেয়ে আলোচিত কেন্দ্র নন্দীগ্রামে মমতার চেয়ে এগিয়ে গেছেন বিজেপি’র শুভেন্দু। প্রথম রাউন্ড শেষে ১৪৯৭ ভোটে পিছিয়ে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার ২৯২টি আসনে আট দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হয়েছে। গত ২৭ মার্চ থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা গত বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয়েছে। সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার প্রার্থীদের করোনাভাইরাসে মৃত্যু হওয়ায় দুই আসনে নির্দিষ্ট দিনে ভোট হয়নি।