বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের গ্রেপ্তার ও শাস্তি দাবি মানব বন্ধন।

অপরাধ প্রচ্ছদ শোক

মিজানুর রহমান।।।

কলেজছাত্রী মুনিয়াকে হত্যা করা হয়েছে দাবি করে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মুক্তিযুদ্ধ প্রজন্ম। এ ঘটনায় আনভীরের পরিবারের অন্য সদস্যরাও জড়িত দাবি করে তাদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করারও দাবি জানায় সংগঠন দুটি।

শনিবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি করা হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের দায়িত্বশীলরা। মুক্তিযোদ্ধার সন্তান মুনিয়াকে প্রলোভনের ফাঁদে ফেলে হত্যা করে আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়। বসুন্ধরার এমডি আনভীরকে কেনো গ্রেপ্তার করা হচ্ছে না এমন প্রশ্ন তোলা হয় কর্মসূচি থেকে।

গত সোমবার (২৬ এপ্রিল) রাতে গুলশানের একটি ভবনের ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে ‘আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগে মামলা করেন মুনিয়ার বড় বোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *