ভোলা ও পটুয়াখালির দুর্গম চরের মানুষ পাচ্ছে বিদ্যুৎ।

প্রচ্ছদ ভোলা সমাজ সেবা

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার।।

ভোলা ও পটুয়াখালির দুর্গম চরের মানুষ পাচ্ছে বিদ্যুৎ
830 Published on জানুয়ারি 14, 2021

এবার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ভোলা এবং পটুয়াখালির দুর্গম ১৬টি চরের কয়েক লক্ষ মানুষের। ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে অফগ্রিড এলাকার এইসব চরের মানুষের জন্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পেতে যাচ্ছেন ৩৭ হাজারের বেশি গ্রাহক।

শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ মূল মন্ত্রকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার। দুর্গম পাহাড় থেকে চরাঞ্চল, খাল-বিল মাঠ পেরিয়ে বর্তমানে গ্রিড এলাকার শতভাগ মানুষের ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। এখন কাজ চলছে অফগ্রিড যেসব এলাকা রয়েছে সেখানকার মানুষের কাছে বিদ্যুতের আলো পৌঁছানোর।

ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি তাদের অফগ্রিড এলাকা ১৬টি চরের মানুষের সাথে নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের কাজে স্থানীয়দের সম্পৃক্ত করে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *