একটানা ৩৯ বছর চেয়ারম্যানী করা তৈয়ব আহমেদ করোনায় মারা গেলেন।

শোক

ডেস্ক রিপোর্ট।।

একটানা ৩৯ বছর চেয়ারম্যানী করা তৈয়ব আহমেদ করোনায় মারা গেলেন।

 

ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর কলাকোপা ইউনিয়নে টানা ৩৯ বছর ধরে ক্ষমতায় থাকা সাবেক অপরাজিত চেয়ারম্যান তৈয়ব আহমেদ (৭৫) করোনাভাইরাসের মারা গেছেন।

সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার জানান, দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত তৈয়ব আহমেদ উপজেলা সদর কলাকোপা ইউনিয়নেরর বাগমারা এলাকার বাসিন্দা। তিনি টানা ৩৯ বছর কলাকোপা ইউনিয়নের অপরাজিত চেয়ারম্যান ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর অবস্থা আশঙ্কাজনক ও প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় তাঁকে ঢাকা মেডিকেলে আইসিইউতে ভর্তি পরবর্তী চিকিৎসাধীন

অবস্থায় সোমবার দুপুরে মৃত্যু হয়।

নিহতের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে কলাকোপা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল জানান, তৈয়ব আহমেদ ১৯৭৭ সাল থেকে ২০১৫-১৬ সাল পর্যন্ত একটানা ৩৯ বছর কলাকোপা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

মঙ্গলবার দুপুর পর্যন্ত এ উপজেলায় মোট এক হাজার ২২৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যার মধ্যে ১১৮ জনের ফল এখনো আসেনি। মোট আক্রান্তের সংখ্যা ১৭৩ ও মৃত্যুবরণ করেছে চারজন। মোট সুস্থ হয়েছে ২২ জন ও চিকিৎসাধীন রয়েছে ১৪৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *