মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে আজ হুইপ মাহবুব আরা বেগম গিনি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ১৩ জন সংসদ সদস্য বৃক্ষ চারা রোপণ করেছেন।
এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আগস্ট মাস শোকের মাস, সমগ্র জাতি আগস্ট মাসকে শোকের মাস হিসেবে পালন করছে। ১৫ আগস্ট বাঙ্গালী জাতি তথা পৃথিবীর মানবতার ইতিহাসে সবচেয়ে জঘন্যতম হত্যাকান্ড ঘটেছিল। খুনীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। এখানে নারী, শিশু এমনকি গর্ভবতী মায়েরাও রক্ষা পায়নি। তাই আমরা বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল
শহীদদের।
তিনি বলেন, ইতিমধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচি ঘোষণা করেছেন, তারই অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকার বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেছেন। আমরা সেই ধারাবাহিকতায় আজকে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ গ্রহণ করেছি।
আজ সংসদ চত্বরে বৃক্ষ রোপন করেন অন্য সদস্যরা হচ্ছেন, ১০৩ খুলনা-৫ আসন এর সংসদ-সদস্য নারায়ন চন্দ্র চন্দ, ৩০১ মহিলা আসন-০১ এর সংসদ-সদস্য শিরীন আহমেদ, ৩১৫ মহিলা আসন-১৫ এর সংসদ-সদস্য সুলতানা নাদিরা, ৩১৮ মহিলা আসন-১৮ এর সংসদ-সদস্য জাকিয়া পারভীন খানম, ৩৩১ মহিলা আসন-৩১ এর সংসদ-সদস্য খঃ মমতা হেনা লাভলী, ৩৩৩ মহিলা আসন-৩৩ এর সংসদ-সদস্য ফরিদা খানম এবং ৩৩৫ মহিলা আসন-৩৫ এর সংসদ-সদস্য সৈয়দা রাশিদা বেগম।
মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ থেকে ৫০০ টি বৃক্ষের চারা রোপনের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পর্যায়ক্রমে সকল সংসদ-সদস্য সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত রয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদে এ কার্যক্রম পরিচালিতি হচ্ছে।
বৃক্ষরোপন কর্মসূচিতে সংসদ সচিবালয় ও পিডব্লিউডির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।