ঢাকা ও নারায়ণগঞ্জে কাজ করবেন চীনা বিশেষজ্ঞরা

বাংলাদেশ সাস্থ্য ও চিকিৎসা

মোঃ মিজানুর রহমান:

চীন থেকে ১০ সদস্যের চিকিৎসা বিশেষজ্ঞদল এখন ঢাকায়। কোভিড-১৯ সার্বিক পরিস্থিতি দেখতে চীন থেকে দলটি এসেছে। দলটির নেত্বত্ব দিচ্ছেন চীনের স্বাস্থ্য বিভাগের উপমহাপরিচালক লি উন জিং। দলটি ১৪ দিন বাংলাদেশে অবস্থান করবে।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এতথ্য জানান। নাসিমা সুলতানা বলেন, ‘ঢাকা ও নারায়ণগঞ্জের সামরিক-বেমাসমরি করোনা হাসপাতাল, ল্যাব, কোয়ারেন্টিনসহ সব ব্যবস্থাপনা পরিদর্শন করবেন। সেখানে তারা অভিজ্ঞতা বিনিময় করবেন।

এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রাণলয়, জাতীয় কারিগরি কমিটি, জাতীয় উপদেষ্টা কমিটি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পেশাজীবীদের সঙ্গে এবং অনলাইনের মাধ্যমে সারা দেশের মানুষের সঙ্গে মতবিনিময়ে যুক্ত হবেন।’ চীনা প্রতিনিধিরা সোমবার দুপুর পৌনে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। চীন বিশেষজ্ঞ চিকিৎসকদলকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব রিনা পারভিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *