হোয়াইট হাউসের সামনে গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে দৈনন্দিন সংবাদ সম্মেলন করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু হঠাৎই সেই বৈঠক থেকে মাঝপথে সরিয়ে নিয়ে যাওয়া হলো তাকে।
আমেরিকার সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। এরপরই লক করে দেয়া হয় ব্রিফিং রুম। তবে কিছুক্ষণ পর তিনি আবার প্রেস ব্রিফিংয়ে এসে গুলির বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, হোয়াইট হাউসের সামনে গুলি চলেছে। এক সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে সিক্রেট সার্ভিসের সদস্যরা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলন চলাকালে আচমকা সিক্রেট সার্ভিসের এক আফিসার এসে ট্রাম্পের কানে কানে কিছু বলেন। আর তারপরই সেখান থেকে তাকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। বন্ধ করে দেয়া হয় ব্রিফিং রুম। তিনি পরে জানান, তিনি সিক্রেট সার্ভিসের কাজে খুশি।
তিনি বলেন, সিক্রেট সার্ভিস থাকলে আমি নিশ্চিন্তে থাকি। তাদের এত দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য ধন্যবাদও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন যাকে গুলি করা হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তবে গুলির কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানানো হয়।
সূত্র : সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *