দক্ষিণ আইচা কেন্দ্রে প্রথম” উত্তর চর মানিকা মাধ্যমিক বিদ্যালয়”

চর ফ্যাশন শিক্ষাঙ্গন

তথ্য প্রদানকারী ঃসিরাজ মাহমুদ।ইংরেজি শিক্ষক, অত্র প্রতিষ্ঠান।

দক্ষিণ আইচা কেন্দ্রে প্রথম

” উত্তর চর মানিকা মাধ্যমিক বিদ্যালয়”

১টি গোল্ডেন, ৩টি সাধারণ নিয়ে ৪টি A+, ২৩ টি A  পেয়ে এসএসসি-২০২০ এর ফলাফলে দক্ষিণ আইচা কেন্দ্রে ও দক্ষিণ আইচা থানায়  প্রথম স্থান লাভ করেছে” উত্তর চর মানিকা মাধ্যমিক বিদ্যালয়”।  বিদ্যালয়টি থেকে এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৯৭ জন এবং উত্তীর্ণ হয়েছে ৯১ জন, শতকরা পাশের হার ৯৩.৮১ যা বরিশাল বোর্ডের সমন্বিত পাশের হার থেকেও ১৪ পয়েন্ট উপরে।

 

শুধু তাই নয় চরফ্যাসন উপজেলা পর্যায়ে A+ এর ভিত্ততে ৮ম ও শতকরা হারে ৯ম স্থান অর্জন করেছে বিদ্যালয়টি।

 

২০০১ সালে গ্রেডিং পদ্ধতি শুরু হওয়ার দীর্ঘ ১৯ বছর পরে বিদ্যালয়টি পেলো A+ এর সম্মান ও গৌরব। এই A+ এ শিক্ষক – কর্মচারী ও এলাকাবাসী  আনন্দে আত্নহারা।  A+ প্রাপ্ত  চারজন হলেন,

১. মো. রাসেল ( গোল্ডেন A+)

২. মো. শিপলু

৩. মো. শিহাব ও

৪. মো. নাইমুল ইসলাম রাসেল।

 

এই বিদ্যালয়ের সকল শিক্ষক – কর্মচারীদের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও দোয়া।

 

বর্তমান লক্ষ লক্ষ A+ এর ভিরে আমরা আনন্দে আত্নহারা কেন?

 

কারন, দক্ষিণ বঙ্গের শেষ সীমানায় বঙ্গপোসাগরের কোল ঘেঁষে বিদ্যালয়টির অবস্থান। মাছ ধরা ও কৃষিকাজ এই অঞ্চলের মানুষের প্রধান পেশা। যেখানে বিদ্যালয় থেকে ছুটি হলে ছাত্ররা বিলে ঝিলে কাজে ব্যস্ত থাকে। যেখানে দরিদ্রতার কারনে লেখা পড়ার সুফল অনেকেই জানেনা। যেখানে স্কুল কামাই এর প্রধান কারন হলো ক্ষেতে খামারের কাজ,কাজ আর কাজ।

শিক্ষার একটি ঊষর মরু থেকে এরকম সফলতা শিক্ষক, ছাত্র/ ছাত্রী  ও অভিভাবকদের সমন্বিত সংগ্রামের ফসল।

 

তাই বাঁধভাঙ্গা আনন্দে উচ্ছ্বসিত আমরা সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *