জেলা প্রতিনিধি, রাজশাহী
পুলিশ প্রধান (আইজিপি) বাহারুল ইসলামের সঙ্গে কুশল বিনিময় করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। বুধবার (১৫ জানুয়ারি) রাজশাহীর সারদায় পুলিশ একাডেমীতে কুশল বিনিময় করেন তিনি।
এদিন সকালে অনুষ্ঠিত ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রামেবি উপাচার্য।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম।
অনুষ্ঠানে রামেবি উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক আইজিপি বাহারুল ইসলাম ছাড়াও অ্যাডিশনাল আইজি মো. মাসুদুর রহমান ভুঞাসহ অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দের সাথেও কুশল বিনিময় করেন।