জেলা প্রতিনিধি, রাজশাহী >
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় উন্নীত করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন। সরকারের এই মহত উদ্যোগের সাথে পুলিশের সবাই একাত্ম্যতা প্রকাশ করেছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। বুধবার রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত ৪০ তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন, অভিভাবদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পদক প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বক্তব্যের প্রথমেই মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদদের এবং আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন আইজিপি। এসময় তিনি বলেন পুলিশের মনোবল পুনরুদ্ধার করে অপরাধ ও আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করা হচ্ছে। জানান, ফ্যাসিবাদী সরকারের আমলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্নির্মাণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা সমগ্র জাতির। আইজিপি বলেন, অপরাধ দমন, জনগণের সম্পত্তির নিরাপত্তা বিধান এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের আধুনিকায়নের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। সাব ইন্সপেক্টরদের গুরুত্ব উল্লেখ করে তিনি জানান, ৯০ ভাগ ফৌজদারি অপরাধের তদন্ত করে থাকে এসআইরা। সেবা প্রত্যাশী অপরাধ ও নির্যাতনের শিকার মানুষদের প্রতি এসাইদের দায়িত্ব রয়েছে।
সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই। এদের মধ্য প্রশিক্ষণে বেস্ট একাডেমিক হিসেবে পদক পান এসআই বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড এক্টিভিস্ট শিক্ষানবিশ ক্যাডেট পাদক পান এসআই মো. নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার ক্যাডেট পদক পান নয়ন কুমার ঢালি এবং সর্ব বিষয়ে শেষ্ঠত্ব অর্জন করায় আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদন প্রদান করা হয়।