রজশাহী অফিস>সংস্কারের নামে কালক্ষেপন না করে দ্রুত নির্বাচন দিতে হবে, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকে সকালে, রাজশাহী মহানগর যুবদলের উদ্যেগে শীত বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, কিন্তু সেটা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। ১৭ বছর দেশের মানুষ ভোট দেওয়া থেকে বিরত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদগ্রীব দেশের মানুষ। বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল শেখ হাসিনা। ভারতের সম্পর্ক ছিল হাসিনার সাথে বাংলাদেশের সাথে নয়। বাংলাদেশ শেখ হাসিনার কাছে ছিলো টাকার খনি। পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠরা টাকা পাচার করবেন, এটিই ছিলো তাদের উদ্দেশ্য। ভয়ঙ্কর দূর্নীতিবাজ ছিলো শেখ হাসিনাও তার পরিবারের সদস্যরা। ভারতের প্রত্যাশার চেয়ে বেশি কি এমন দাওয়া হয়েছে, তা জানতে চাই এদেশে জনগণ বলেও মন্তব্য করেন বিএনপি এই নেতা।