পঞ্চগড়ে প্রবাসীদের নিয়ে RAISE প্রকল্পের কার্যক্রম নিয়ে সেমিনার

বিবিধ

পঞ্চগড় প্রতিনিধি

“প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে” এই প্রতিপাদ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং Recovery And Advancement of Informal Sector Employment (RAISE): Reintegration of Returning Migrants “প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক” সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আওতাধীন ঠাকুরগাঁও ওয়েলফেয়ার সেন্টার এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক যুগ্মসচিব (অর্থ ও কল্যাণ) গিয়াস উদ্দিন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বাবুল হোসেন, পঞ্চগড় সিভিল সার্জনের প্রতিনিধি নিশাত আনজুম মারফি, জেলা সমাজসেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়, ঠাকুরগাঁও ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহকারি পরিচালক আতাউর রহমান, RAISE প্রকল্পের সমন্বয়ক আফজাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যাংক ও এনজিওর প্রতিনিধিসহ বিদেশ ফেরত প্রবাসীরা উপস্থিত ছিলেন।

সভায় বিদেশ গমন ইচ্ছুকদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান, দালালের খপ্পরে না পড়ে সরকারের মাধ্যমে বিদেশ যাওয়ার পরামর্শ, বৈধ পথে রেমিট্যান্স প্রদান করাসহ নানা বিষয়ে আলোচনা হয়।

সেমিনারের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে প্রবাসীদের জন্য ওয়েজ আর্নাস বোর্ডের বিভিন্ন কর্মকাণ্ড ও প্রবাসীদের প্রবাস জীবনের উপর প্রামাণ্য চিত্র দেখানো হয়।পরে একই প্রকল্পের আওতায় বিদেশ ফেরত প্রত্যাগত অভিবাসী কর্মীদের আত্মকর্মসংস্থানের আর্থিক সহায়তা (ঋণ) প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয়বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *