বাংলাদেশ

মোজাফ্ফর রহমান,সাতক্ষীরা>
সাতক্ষীরার মানুষের চিকিৎসা সেবার অন্যতম আশ্রয়স্থল হিসেবে পরিচিত সাতক্ষীরা সদর হাসপাতাল। নানা কারণে বর্তমানে এই হাসপাতালটির এখন বেহালদশা। হাসপাতালটিতে ডাক্তার স্বল্পতা আর অকেজু হয়ে পড়ে থাকা আধুনিক যন্ত্রপাতিগুলো মেরামতের অভাবে এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।

এছাড়াও নিন্ম মানের খাদ্য সরবরাহ ও হাসপাতালের ভিতরের দূর্গন্ধ নিয়ে রোগীদের বিস্তর অভিযোগ থাকলেও কতৃপক্ষের নেই কোন কার্যকরি পদক্ষেপ।

১’শ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে ২৭ টি পদের বিপরীতে ডাক্তার রয়েছে মাত্র ১৫ জন। হাসপাতালটিতে সার্জারী, মেডিসিন ও গাইনি’র মত গরুত্ব পূর্ণ ডিপার্টমেন্টে নেই কোন কনসালটেন্ট। নেই কোন এ্যানেসথেসিয়া ডাক্তার ও।

অথচ ১০০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালের ইনডোরে রোগী ভর্তি থাকে প্রায় দ্বিগুন। এছাড়াও আউটডোরে প্রতিদিন দূরদূরান্ত থেকে স্বাস্থ্য সেবা নিতে এসে চিকিৎসা সেবা না পেয়ে মন খারাপ করে ফিরে যাচ্ছে শত শত রুগী।

হাসপাতালটিতে আধুনিক সকল যন্ত্রপাতি থাকলেও দীর্ঘদিন অকেজু হয়ে পড়ে আছে সিটি স্ক্যান মেশিন। ফলে রোগীরা তাদের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এদিকে হাসপাতালে নিম্মান মানের খাদ্য সরবরাহ, দূর্গন্ধ ও অপরিচ্ছন্ন বাথরুম নিয়ে রোগীদের রয়েছে বিস্তর অভিযোগ।

ডাক্তার স্বল্পতার কথা স্বীকার করে সিভিল সার্জন ডাঃ আব্দস সালাম জানালেন, উর্ধতন কর্তৃপক্ষের কাছে বার বার চাহিদা পত্র দিয়েও সমাধান হয়নি। ২০১৪-১৫ অর্থ বছরে খাদ্য সরবরাহকারী ঠিকাদার কোর্টে মামলা করায় নতুন করে টেন্ডার দেওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *