সাতক্ষীরায় ধুমপান বিরোধী ক্যাম্পেইন পরিচালনা করলেন শিক্ষকরা

সাতক্ষীরা

সাতক্ষীরা প্রতিনিধি>

ধুমপান বিরোধী ক্যাম্পেইন পরিচালনা করেছেন সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষকরা।  আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের আমতলা মোড়সহ বিভিন্ন মুদিখানা ও চায়ের দোকানে প্রতিষ্ঠানটির সকল শিক্ষকবৃন্দ এই ক্যাম্পেইন পরিচালনা করেন।

কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরেফিন বলেন, আমাদের শিক্ষার্থীরা মাঝে মধ্যে রাস্তাঘাটে ধুমপান করে, যা তাদের ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দিতে পারে। এ কারণে আমরা আজকের এই ক্যাম্পেইন চালিয়ে শিক্ষার্থীদের ধুমপান ও মাদক থেকে বিরত রাখার প্রচেষ্টা চালাচ্ছি।

তারা যেন দক্ষ ও সুস্থ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে এ কারণেই এই কেম্পেইন।

ক্যাম্পেইনটিতে চীফ ইন্সটেক্টর আরএসসি আব্দুল আলিম, শিক্ষক রঞ্জন কুমার সরকার, আনিছুর রহমান, মাহবুবুর রহমান, মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য শিক্ষকরা অংশনেন।

এ সময় ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষকরা দোকানদারদের নতুন বছরের ক্যালেন্ডার উপহার হিসেবে প্রদান করেন। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি প্রচলিত হলে, সমাজে স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষকগণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *