পঞ্চগড়ে বিজিবির জনসচেতনতামুলক সভা ও শীতবস্ত্র বিতরণ

রংপুর

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্তবর্তী জনসাধারণের সাথে জনসচেতনতা মুলক সভা করেছে বিজিবি। বুধবার দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লে কর্নেল মনিরুল ইসলাম।
এসময় ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ, ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসলিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে বাংলাদেশী নাগরিকদের অবাধে চলাফেরা না করা, সীমান্ত নদী হতে সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে পাথর ও বালু উত্তোলন না করা, স্থানীয় জনগণ কর্তৃক সীমান্তে অবৈধ অনুপ্রবেশে সহায়তা, আশ্রয়, প্রশ্রয় না করা, চোরাচালান/ মাদকদ্রব্য পাচারে স্থানীয় ব্যক্তিদের সহায়তা না করা এবং মাদকের ক্ষতিকর দিক, নারী ও শিশু/ মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও বাংলাদেশী নাগরিক কর্তৃক সংঘটিত সীমান্ত সংক্রান্ত বিভিন্ন অপরাধ, সীমান্ত সংক্রান্ত আইন, ধারা ও শান্তির ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়।
বিজিবির অধিনায়ক লে কর্নেল মনিরুল ইসলাম
জনসচেতনতামূলক সভা শেষে সীমান্ত এলাকার গরীব, দুঃস্থ এবং অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *