পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন ও সাধারন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার(৮জানুয়ারী) জেলার আটোয়ারী বালারামপুর আদর্শ মহাবিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।
এসময় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে ১০০০ হাজার কম্বল বিতরণ করা হয়। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।