রাজশাহী প্রতিনিধি>
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ানের অপসারণ দাবিতে স্বারাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে রাজশাহী প্রেসক্লাব। আজ দুপুর ১২টার দিকে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তারের কাছে এই স্মারক লিপি প্রদান করেন রাজশাহীর প্রেসক্লাবের সদস্যরা ।
রাজশাহীতে কর্মরত ২৯ গণমাধ্যম কর্মী স্বাক্ষরিত এই স্বারক লিপিতে দাবি করা হয়েছে, রাজশাহী আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি, দিনে দুপুরে অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, ফুটপাত দখল, কিশোর গ্যাংয়ের দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বিভাগীয় আইনশৃঙ্খলা সভায় রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু বিষয়গুলো উপস্থাপণ করলে রাজশাহী মেট্রোপলিটন কমিশনার আবু সুফিয়ান উত্তেজিত হয়ে প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু’র সাথে আক্রমনাত্বক ও অপেশাদার আচরণ করেন।
সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। নগরীতে বেড়েছে খুন, চুরি, ছিনতাই, দখল দরিত্ব, চাঁদাবাজি, জুয়া, মাদক ও কিশোর গাংয়ের দৌরাত্বসহ নানা অপরাধ। তবু প্রতিরোধে নেই পুলিশের কার্যকার পদক্ষেপ।
মামলা করতে গিয়েও থানাগুলোতে মামলা না নেয়ার অভিযোগ অনেক ভুক্তভোগীরা।