আড়াইহাজার প্রতিনিধ >
বহু অপকর্মের হোতা নারায়ণগঞ্জের আড়াইহাজারের আওয়ামী লীগ নেতা বকুল ও লিটন এখনো ধরাছোঁয়ার বাইরে। স্বৈরাচারের দোসর, সাবেক হুইপ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ-২ আড়াই হাজারের তিনবার সংসদ সদস্য ছিলেন নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারা ।
বাবুর ঘনিষ্ঠ এই দুই সহোযোগি বকুল মিয়া ও লিটন এবার আবারো মাথাচাড়া দিয়ে উঠছে।
সখ্যতা বাড়াচ্ছে বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতাদের সাথেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজনের স্ট্যাটাজে তাদের এ-সব কর্মকান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
বকুল মিয়া উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামের সাফি উদ্দিনের ছেলে। সে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল। আর একই গ্রামের মরহুম আবু সিদ্দিকের ছেলে লিটন।
তাদের অত্যাচারে মানুষ এখনো অতিষ্ঠ।
বিগত সরকারের আমলে অন্যের জমি জবর দখল করে নিত। শুধু তাই নয় পুলিশ দিয়ে বাড়ি থেকে ধরে এনে পিটিয়ে প্রকাশ্যে মানুষের নিকট থেকে টাকা আদায় করতো লিটন। আর বকুল ছিল মাদকের ডিলার। প্রকাশ্যে সে ইয়বা বিক্রি করতো। পুরো আড়াইহাজারে সে ইয়াবা বকুল নামে পরিচিত।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর কিছুদিন তারা আত্মগোপনে থাকলেও আবার জনসম্মুখে ফিরে এসে এসব অপকর্ম করে বেড়াচ্ছে।