আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণকালে চিকিৎসকরা সম্মুখযোদ্ধা। তারা জীবন বাজি রেখে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। সেবা দিতে গিয়ে নিজেরাও আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা দরকার চিকিৎসকদের দেওয়া হবে।
শনিবার বিকালে মাদারগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি এ সময় করোনা থেকে রক্ষায় সবাইকে মাস্ক ব্যবহার করতে বলেন এবং এক ঘণ্টা পরপর হাত ধোয়ার জন্য প্রচার করার অনুরোধ জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন সিভিল সার্জন ডা, প্রণয়কান্তি দাস, ডেপুটি সিভিল সার্জন ডা. শফিকুজ্জামান, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল প্রমুখ।