নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

সারাদেশ

নিখাদ বার্তাকক্ষ : জেলার শাজাহানপুরে আজ গোপন বৈঠকে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-শাজাহানপুর উপজেলার সাজাপুর দাড়িকামারী দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মতিন (৬৭),সুজাবাদ বালাপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক ঠান্ডু (৫০), সুজাবাদ রাজধানীপাড়া গ্রামের মোকাদ্দেসুর রহমান মোত্তাকিম (২৭), সুজাবাদ উত্তরপাড়া গ্রামের বিল্লাল হোসেন (৪২), জামুন্না বগুড়াপাড়া গ্রামের আমিনুল ইসলাম (৫৫),লতিফপুর মধ্যপাড়া গ্রামের নজরুল ইসলাম (৫২), বেজোড়া দক্ষিণপাড়া গ্রামের আনছার আলী (৫৮), আরাফ (২৭), বগুড়ার শেরপুর উপজেলার কলতা গ্রামের শফিকুল ইসলাম (৫০) এবং একই উপজেলার কালশিমাটি গ্রামের জাহাঙ্গীর আলম (৪০)।
এসময় তাদের কাছ থেকে ৪টি তাজা ককটেল , ৪টি লোহার শাবল, ৫টি লোহার হাতুরি, ৫টি লোহার তৈরি ছেনি ও বিভিন্ন সাইজের বাঁশ ও কাঠের ১৫টি লাঠি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববার ভোরে শাজাহানপুর থানা পুলিশের একটি দল গোপন সূত্রে জানতে পারে সাজাপুর ফটকি ব্রিজের উত্তর পাশে ফাঁকা জায়গায় ৪০ থেকে ৫০জনের একদল জামায়াত-শিবিরের নেতাকর্মী রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকান্ড করার লক্ষ্যে গোপন বৈঠক করছে। এমন সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, তাদের (জামায়াত-শিবির) পরিকল্পনা ছিল মহাসড়কে বেরিকেড দিয়ে যান চলাচল ব্যাহত করা, ব্রিজ ভেঙেফেলাসহ সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ক্ষতিসাধন করা।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। নাশকতার পরিকল্পনা ও ককটেল উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *