যে কোনো মূল্যে ঈদে ভিড় এড়াতে হবে: ওবায়দুল কাদের

জাতীয়

মেগা প্রকল্প বাস্তবায়নে গতি সঞ্চার হয়েছে
আসন্ন কোরবানির ঈদে জনসমাগম ও ভিড় যে কোনো মূল্যে এড়াতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নিজেদের বাঁচার স্বার্থেই এটি করতে হবে। কেননা গত ঈদে মানুষের অবাধ চলাচল, ভিড় ও সমাবেশে অংশ নেয়ায় করোনা সংক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছিল।

রোববার দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বর্তমানে সরকার একসঙ্গে তিনটি চ্যালেঞ্জ মোকাবেলা করছে মন্তব্য করে তিনি বলেন, করোনার সংক্রমণ রোধ ও অসহায় মানুষের সুরক্ষা, বন্যাকবলিত ১২টি জেলার মানুষের সুরক্ষা এবং আসন্ন ঈদে মানুষের সমাগম তথা ভিড় এড়ানোর তিন চ্যালেঞ্জ নিয়ে সরকারকে এগোতে হচ্ছে।

এ সময় মহামারী করোনার কারণে দেশে উন্নয়নকাজে কিছুটা বাধা এলেও এরই মধ্যে বিভিন্ন চলমান মেগা প্রকল্প বাস্তবায়নে গতি সঞ্চার হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, শত প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু, মেট্রোরেল রুট-৬, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অন্যান্য প্রকল্পের কাজ পুরোদমে চলছে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নমুখী। জনগণের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় চলমান উন্নয়ন প্রবাহ ধরে রেখেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সচেষ্ট আছে বর্তমান সরকার। বছরের পর বছর নানা দুর্যোগ মোকাবেলা করেই আজকের উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ। সংকটে নেতৃত্ব দিয়ে জনগণের দৃঢ় আস্থার অপর নাম শেখ হাসিনা।

‘সরকার কারাগার ভর্তি করে ফেলেছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কোনো শীর্ষ নেতা বা কেন্দ্রীয় কমিটির নেতা জেলে গেছেন? ত্রাণ-চুরিসহ নানা অপরাধে যারা গ্রেফতার হচ্ছেন, তাদের পরিচয়, তারা অপরাধী। অপরাধীদের বিরুদ্ধে আইন-আদালত ব্যবস্থা কি নেবে না? এসময় চিহ্নিত অপরাধী ছাড়া বিএনপির উল্লেখযোগ্য কোন কোন নেতা গ্রেফতার হয়েছেন, তা মির্জা ফখরুলের কাছে জানতে চেয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি প্রতিদিন অশ্লীল ভাষায় সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেও সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *